পাবলিক পরীক্ষার জন্য স্বতন্ত্র কেন্দ্রের সুপারিশ, কার্যকর কবে?

পরীক্ষার্থী
পরীক্ষার্থী  © ফাইল ফটো

এসএসসি-এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষার জন্য স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়েছে। গত মাসে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনের সুপারিশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বা ডিআইএ। জানতে চাইলে ডিআইএর যুগ্ম পরিচালক প্রফেসর খন্দকার মাহফুজুল আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পাবলিক পরীক্ষার জন্য জেলা ও উপজেলা পর্যায়ে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়েছে।’

জানা গেছে, পাবলিক পরীক্ষার কারণে বছরের বড় একটি সময় স্কুল-কলেজ বন্ধ থাকে। এর ফলে পাঠদান ব্যাহত হয়। শিক্ষার্থীদের শিখন ঘাটতিতে পড়তে হচ্ছে। এ অবস্থা থেকে উত্তোরনের জন্য জেলা এবং উপজেলা পর্যায়ে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনের সুপারিশ করা হয়েছে। 

নাম অপ্রকাশিত রাখার শর্তে ডিআইএর এক কর্মকর্তা জানান, বিভিন্ন পাবলিক পরীক্ষায় স্কুল-কলেজের সঙ্গে কেন্দ্র সচিব, ‘ক্ষেত্র বিশেষে কেন্দ্রের পরিদর্শকরা অর্থের বিনিময়ে চুক্তি করে থাকেন। এই চুক্তির মাধ্যমে পরীক্ষার হলে পরিদর্শকরা সংশ্লিষ্ট স্কুল-কলেজের শিক্ষার্থীদের পরীক্ষায় ‘অনৈতিকভাবে’ সহায়তা করেন। উপজেলা এবং জেলা পর্যায়ে স্বতন্ত্র কেন্দ্রে পরীক্ষা হলে এটি বন্ধ হবে। এজন্য স্বতন্ত্র কেন্দ্র স্থাপনে সুপারিশ করা হয়েছে।’

এদিকে স্বতন্ত্র কেন্দ্র স্থাপনের সুপারিশকে ইতিবাচক ভাবে দেখছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রস্তাবনার ওপর আনুষ্ঠানিক কোনো আলোচনা না হলেও অনানুষ্ঠানিক ভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। চলতি বছরের মধ্যেই এ প্রস্তাবনা চূড়ান্ত করে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এর আগেও একবার স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও নানা কারণে সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি। তবে এবার স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনের বিষয়টি আমরা ইতিবাচকভাবে দেখছি। এটি বাস্তবায়ন হলে স্কুল-কলেজের ক্লাস দীর্ঘ সময় বন্ধ রাখতে হবে না।’


সর্বশেষ সংবাদ