১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৪

ছয় সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

শিক্ষা মন্ত্রণালয় লোগো  © লোগো

দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর তিনটি কলেজে অধ্যক্ষ ও তিনটি কলেজে৭ উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ তাদের বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।

জানা গেছে, ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের অধ্যাপক এ কে এম ইলিয়াস। চুয়াডাঙ্গা দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন বেগম রোকেয়া সরকারি কলেজের অধ্যাপক মো. শফিকুল আলম। কিশোরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যাপক মো. আবদুল হামিদ।

আরও পড়ুন : দেশের ২১ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ

ফরিদপুরের সারদা সুন্দরী মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের অধ্যাপক তালুকদার আনিসুল ইসলাম। রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন কারমাইকেল কলেজের অধ্যাপক ফরিদা পারভীন। আর দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম। 

আরও পড়ুন : সাত কলেজের ৬ কলেজে নতুন অধ্যক্ষ

একই আদেশে দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ফরিদা পারভীন ও খুলনা ব্রজলাল কলেজের অধ্যক্ষ ড. গাজী মনিবুর রহমানকে ওএসডি করা হয়েছে।