১১ জানুয়ারি ২০২৪, ২৩:২১

শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়ে যা বললেন নওফেল

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, রাতারাতি শিক্ষার কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়। নতুন কারিকুলামে কেবল পাঠদান শুরু হয়েছে। বইগুলো বিদ্যালয়ে যাওয়া শুরু হয়েছে। এখানে কি কি সমস্যা রয়েছে তা আমাদের দেখতে হবে। সমস্যা না দেখে এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। কোনো সমস্যা দেখা দিলে তা নিয়ে সকল অংশীজনদের সাথে আলোচনা করব। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে যে কি কি পরিবর্তন দরকার।

বৃহস্পতিবার রাতে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এর আগের সফল সরকারে আমি একটি দায়িত্ব পালন করেছি। নতুন সরকার কেবল শুরু হলো। এখানে আমাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

মহিবুল হাসান চৌধুরী বলেন, আমার সাবেক সহকর্মী ডা. দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রীসহ শিক্ষাবিদদের সাথে নিয়ে আমরা এই পরিবারকে এগিয়ে নিয়ে যাব। কারণ শিক্ষার সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জড়িত।