এক শিফটে সব স্কুল পরিচালনার চিন্তা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুলাই ২০২৩, ০৪:১৩ PM , আপডেট: ০২ জুলাই ২০২৩, ০৪:৪৭ PM
একাধিক শিফটে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় পরিচালনায় নিরুৎসাহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। যেসব প্রতিষ্ঠানে একাধিক শিফট পরিচালিত হয় সেগুলো এক শিফটে পরিচালনার বিষয়ে চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়।
গত ২৫ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক পর্যায়ের স্কুল এক শিফটে পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে৷ এতে ইতিবাচক সাড়া দিয়েছেন শিক্ষামন্ত্রী।
জানা গেছে, নতুন শিক্ষাক্রম সফলভাবে বাস্তবায়নে এক শিফটে সব হাইস্কুল চালানোর চিন্তা করা হচ্ছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চলতি মাসে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থার কর্মকর্তাদের নিয়ে আয়োজিত কর্মশালায় সবার মত নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, একাধিক শিফটে স্কুল পরিচালনা করায় নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে কিছুটা অসুবিধা হচ্ছে। এক শিফটে হলে শিক্ষার্থীরা যে সময়টি পায় সেটি নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য যথেষ্ট। বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আনা হলে তিনি একাধিক শিফট পরিচালনার বিষয়টি নিরুৎসাহিত করেছেন।
ওই কর্মকর্তা আরও বলেন, দেশের সব স্কুল এক শিফটে পরিচালনা করা যায় কি না সে বিষয়ে মতামত চাওয়া হবে। চলতি মাসে মন্ত্রণালয় একটি কর্মশালার আয়োজন করবে। ওই কর্মশালায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।