বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে যত ভালো জায়গায় থাকি তত অনুপ্রাণিত হই: শিক্ষামন্ত্রী

  © টিডিসি ছবি

বণাঢ্য আয়োজনে দেশের সবচেয়ে বড় শিক্ষা মেলা ‘বাংলাদেশ এডুকেশন এক্সপো-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর অনুষ্ঠিত হয় তিনটি বিশেষ সেমিনার। এসব সেমিনারে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।

পরে বিকেলে সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক সমাপ্ত ঘোষণা করেন। এই শিক্ষামেলার আয়োজন করে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)। এতে অর্ধশত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান তাদের গবেষণা, প্রকাশনা ও উদ্ভাবন নিয়ে অংশ নেয়।

সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ঐতিহ্য খুব নতুন নয়। এটি অনেক পুরানো ও সমৃদ্ধ। তাহলে কেন আমরা র‌্যাংকিংয়ের মধ্যে থাকবো না। এই র‌্যাংকিংয়ে থাকার জন্য যেসব ফ্যাক্টরগুলোর দিকে নজর দেওয়া দরকার তা আমাদের দিতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় র‌্যাকিং নিয়ে কেউ বলেন— আমরা ভাবি, কেউ বলেন— আমরা ভাবি না, কেউ বলেন— আমরা অনেক পিছিয়ে আছি। এরকম নানান কথা হয়। কিন্তু কার না দেখতে ভালো লাগে যে, কোন একটি তালিকায় (র‌্যাংকিং) আমার একটি বিশ্ববিদ্যালয়ের নাম আছে? আর এটি যত ভালো জায়গায় থাকে তত অনুপ্রাণিত হই।

তিনি আরও বলেন, র‌্যাংকিং থাকার জন্য যেসব ফ্যক্টরগুলোর দিকে নজর দেওয়া দরকার সেদিকে আমরা আগে নজর দেইনি। এজন্য আমরা র‌্যাংকিংয়ে ছিলাম না। এজন্য আমি মনে করি যদি একটু নজন দেই তাহলে র‌্যাংকিংয়ে আমরা থাকবো। ইতিমেধ্যে বুয়েট সেটা করে দেখিয়েছে। তারা ক্রমাগত র‌্যাংকিং উপরের দিকে যাচ্ছে।

ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান প্রমুখ।

দিনব্যাপী এই এক্সপোতে একাডেমি-ইন্ডাস্ট্রিজ লিংকেজ, উচ্চশিক্ষায় বিষয় নির্বাচন ও ক্যারিয়ার ভাবনা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও পিএইচডির সুযোগ নিয়ে তিনটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে এক্সপোর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় তিনি বলেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় এগিয়ে রয়েছে তাদেরকে পিএইচডি ডিগ্রি করার অনুমতি দেওয়ার বিষয়টি এখন এসব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ভেবে দেখতে পারে। 

তিনি বলেন, দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। আমি সবগুলো নিয়ে বলছি না। অনেকগুলো নিয়ে অনেক কথা আছে। কিন্তু মানের দিক থেকে অনেক ভালো করছে এরকম ৫, ৬, ৭ কিংবা তার অধিক বিশ্ববিদ্যালয় রয়েছে। তাদের সক্ষমতা হয়েছে আমি বিশ্বাস করি, তাদের পিএইচডি ডিগ্রি করার অনুমতির দেওয়ার বিষয়টি এখন ইউজিসির ভেবে দেখার সঠিক সময়। তা না হলে আমরা গবেষণাকে উৎসাহিত করতে পারবো না। কাজের এটি করা খুব দরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসাইনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মশিউর রহমান প্রমুখ।

বক্তব্য শেষে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। পরে মেলার স্টলগুলো ঘুরে দেখেন তিনি। এসময় মেলার অন্যান্য আমন্ত্রিত অতিথিরাও তার সঙ্গে মেলা ঘুরে দেখেন।


সর্বশেষ সংবাদ