সরকারি কলেজের শূন্য পদের তথ্য জানতে চায় মন্ত্রণালয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ০৬:১২ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২২, ০৬:১২ PM
৪০তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের পদায়নের লক্ষ্যে সরকারি কলেজের শূন্যপদে তথ্য জানতে চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব সরকারি কলেজের অধ্যক্ষদের এই তথ্য পাঠাতে বলা হয়েছে।
গতকাল সোমবার এ সংক্রান্ত চিঠি সরকারি কলেজের অধ্যক্ষদের পাঠানো হয়েছে। চিঠিতি মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
সরকারি কলেজ-১ অধিশাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ৪০তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদেরন পদায়নের নিমিত্ত প্রভাষক পর্যায়েন বিষয় ভিত্তিক নিম্ন বর্ণিত ছক মোতাবেক সরকারি কলেজের শূন্যপদের তালিকা জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।