দক্ষিণ কোরিয়ায় ফের স্কুল বন্ধ ঘোষণা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ০৯:০০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২০, ০৯:০০ AM
দক্ষিণ কোরিয়ায় আবারো করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় দক্ষিণ কোরিয়ার বৃহত্তর সিউলের সব স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়।
এর আগের দুই সপ্তাহে, বৃহত্তর সিউলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ কর্মী ও শিক্ষার্থীর দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয় বলেছে স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ থাকলেও অনলাইন কার্যক্রম ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। পাশাপাশি, দেশটিতে শিগগিরই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যেতে পারে বলে স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ সতর্কও করেছে।
দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আড়াই কোটি বাসিন্দা অধ্যুষিত বৃহত্তর সিউলের শিক্ষার্থীরা এখন থেকে অনলাইনে ক্লাস করবে। তবে ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া হাই স্কুলের শেষ বর্ষের শিক্ষার্থীরা এ নির্দেশনার বাইরে থাকবে।
এ ব্যাপারে কোরিয়া টাইমস জানিয়েছে, শিক্ষার্থী সংখ্যা ৬০ এর কম এমন স্কুল ও বিশেষায়িত শিক্ষার স্কুলগুলোকে মন্ত্রণালয়ের এ নির্দেশনা মানবে কি মানবে না সে বিষয়ে তাদেরকেই সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, চলতি বছরের ২০ মে থেকে ১ জুনের মধ্যে দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ স্কুলই খুলে দেওয়া হয়েছিল।
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ায় ১৭ হাজার ৯৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাস এরই মধ্যে দেশটির ৩১০ জনের প্রাণও কেড়ে নিয়েছে।