প্রাথমিক ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষার ফল একইদিনে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ AM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫২ AM
চলতি বছরের প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ের চার সমাপনী পরীক্ষার ফল আগামী মঙ্গলবার (৩১ ডিসেম্বর) একইদিনে প্রকাশিত হচ্ছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেয়া হবে। পরে দুপুরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফল প্রকাশ করবেন।
পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি)।
চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় গত ২ নভেম্বর। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন। ছাত্র ছিল ১২ লাখ ২১ হাজার ৬৯৫ জন এবং ছাত্রী ছিল ১৪ লাখ ৩৯ হাজার ৯৮৭ জন।
গত ১৭ নভেম্বর থেকে শুরু হয় পিইসি ও ইইসি পরীক্ষা। এতে ২৯ লাখ তিন হাজার ৬৩৮ শিক্ষার্থী অংশ নেয়। প্রাথমিক সমাপনীতে ছিল ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন এবং ইবতেদায়ি সমাপনীতে তিন লাখ ৫০ হাজার ৩৭১ শিক্ষার্থী ছিল।