০৫ আগস্ট ২০২১, ২০:০১

১০ আগস্ট গুচ্ছের প্রাথমিক সিলেকশনের ফল প্রকাশের খবরটি ভুয়া

ফেসবুক পোস্ট  © স্ক্রিনশট

আগামী ১০ আগস্ট দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদনের সিলেকশনের ফলাফল প্রকাশ হবে বলে ভুয়া তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অথচ এই ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক ফল প্রকাশের তারিখের তথ্যটি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন।

‘মমিনুল স্যার’ নামক একটি ফেসবুক পেজে গত ২৯ জুলাই (বৃহস্পতিবার) সন্ধ্যার ৭টা ৩৩ মিনিটে দেওয়া পোস্টে বলা হয়, ‘১০ ই আগস্ট গুচ্ছের সিলেকশন রেজাল্ট!! বাদ পড়েছেন বিজ্ঞানের ৪৪ হাজার শিক্ষার্থী।’ ওই পোস্টে তিনি পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত ব্যক্তিগত মতামত তুলে ধরেন।

ফেসবুকে এমন আরও কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

শিক্ষা বিষয়ক সংবাদমাধ্যম দ্যা ডেইলি ক্যাম্পাসের বরাত দিয়েও এমন ভুয়া খবর ছড়ানো হয়। ২৯ জুলাই সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে ‘গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন ইউনিট চাই’ নামক ফেসবুক গ্রুপে ‘এমডি নাহিদ নোমান’ নামক একাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়, ‘ব্রেকিংঃ-গুচ্ছের সিলেকশনের ফলাফল প্রকাশিত হচ্ছে যাচ্ছে আগামী ১০ই আগষ্ট,বাদ যাবেন প্রায় ৪০হাজার শিক্ষার্থী। -The Daily Campus

গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব-কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর দ্যা ডেইলি ক্যাম্পাস ফ্যাক্টচেককে বলেন, ‘১০ তারিখ না কয় তারিখ ফলাফল প্রকাশ করা হবে সেটা আসলে আমিও জানি না। আমরা ভেবেছিলাম লকডাউনটা যদি আর না বাড়ে, পেমেন্ট গেটওয়ের চুক্তিটা করে সাতদিনের মধ্যে রেজাল্টটা প্রকাশ করব। এখন তো নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা নিয়ে স্যোশাল মিডিয়ায় গুজব

বাদ যাওয়া শিক্ষার্থীর সংখ্যার প্রসঙ্গে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ড. মুনাজ আহমেদ নুর বলেন, ‘আবেদন যেহেতু এক লাখ ৯০ হাজারের বেশি পড়েছে। আমরা দেড় লাখ মতো নিতে পারব। সেখানে কতজন বাদ পড়তে যাচ্ছেন তা সবার কাছেই পরিষ্কার। এ নিয়ে সংবাদমাধ্যমে খবরও বেরিয়েছে, সবাই এটা জানে।’

ফেসবুক পোস্টসমূহের স্ক্রিনশট

তবে গত ২৭ জুলাই দ্যা ডেইলি ক্যাম্পাস ও ২৮ জুলাই দৈনিক শিক্ষা ডটকম সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে তাদের পৃথক প্রতিবেদনে জানায়, ১৫ আগস্টের মধ্যে ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক সিলেকশনের ফল প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।