ঢাকা শিক্ষা বোর্ড
জেএসসি-এসএসসিতে অসদুপায় অবলম্বন, ২২৩ জনের পরীক্ষা বাতিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ০২:২৯ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২০, ০২:২৯ PM
২০১৯ সালের জেএসসি এবং ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ঢাকা শিক্ষা বোর্ডের ২২৩ শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদের মধ্যে ৮০ জন জেএসসির। ২০১৯ সালের এসব পরীক্ষার্থী ২০২০ সালের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
অপরদিকে, ১৪২ জন এসএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। ২০২০ সালের এসব পরীক্ষার্থী ২০২১ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়া আরেকজন পরীক্ষার্থী (রোল-৫৭৯৪২২) ২০২১ সালের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
গত মঙ্গলবার শৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু জিয়াউল হক সভার সভাপতিত্ব করেন।
সভার সিদ্ধান্তে বলা হয়, ‘২০১৯ সালের জেএসসি ও ২০২০ সালের এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিষয়ে সভায় বিস্তারিত আলােচনান্তে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযােগ, তাদের উত্তরপত্র, কক্ষ পরিদর্শক, হল সুপার ও কেন্দ্র সচিবদের প্রতিবেদন, বহিষ্কৃত ছাত্র/ছাত্রীদের জবাব ইত্যাদি কমিটির সম্মানিত সদস্যগণ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাপ্ত কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে তাদের বিরুদ্ধে আনীত এক বা একাধিক অভিযােগ প্রমাণিত হওয়ায় অপরাধের ধরন অনুযায়ী তাদের বিরুদ্ধে পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী নিয়ে বর্ণিত শান্তি আরােপের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।’
বাতিল হওয়া পরীক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন