এমপিওভুক্ত ৩৫৭ দাখিল মাদরাসার তালিকা দেখুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯, ০৭:২২ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৩:১৮ PM
অবশেষে দুই হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৩ অক্টোবর) গণভবনে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।
সব যোগ্য প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদেরকে এমপিওভুক্ত করা হলো তাদের এই যোগ্যতা ধরে রাখতে হবে।’ এসময় সবাইকে অভিনন্দন জানান তিনি। বিদ্যমান নীতিমালা অনুযায়ী এমপিওভুক্তির জন্য যোগ্য প্রতিষ্ঠানের একটি তালিকা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৯-২০২০ অর্থবছরে এমপিওভুক্ত ৩৫৭ দাখিল মাদরাসার তালিকা দেখুন-