কারিগরির সিএমইউ কোর্সের ফল প্রকাশ, উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সুযোগ
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ছয় মাস মেয়াদি সার্টিফিকেট ইন মেডিকেল আলট্রাসাউন্ড (সিএমইউ) শিক্ষাক্রমের জানুয়ারি-জুন সেশনের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সুযোগ পাবেন শিক্ষার্থীলা। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর হতে ১২ অক্টোবর পর্যন্ত। রবিবার (২৮ সেপ্টেম্বর) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আদুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বোর্ডের অধিভূক্ত ছয় মাস মেয়াদি সার্টিফিকেট ইন মেডিকেল আলট্রাসাউন্ড (সিএমইউ) শিক্ষাক্রমের জানুয়ারি-জুন, ২০২৫ সেশনের পরীক্ষার ফলাফল ২৮ সেপ্টেম্বর বোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd-এ প্রকাশ করা হয়। যে সব পরীক্ষার্থী উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে ইচ্ছুক, তাদেরকে উল্লিখিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য আহবান জানানো হয়েছে।
উত্তরপত্র পুন:নিরীক্ষণের আবেদনের আবেদনের শর্তাবলী
প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে এন্ট্রি ব্যতিত পুনঃনিরীক্ষণের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। পুনঃনিরীক্ষণের জন্য কোনো পরীক্ষার্থী সরাসরি বোর্ডে উপস্থিত হতে পারবেন না। উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য বিষয় প্রতি নির্ধারিত ফি ৩০০ টাকা হারে আদায়কৃত অর্থ প্রতিষ্ঠান কর্তৃক সোনালী সেবা গেটওয়ের মাধ্যমে ১৪ থেকে ১৫ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।
আরও পড়ুন: অনুমোদনের অপেক্ষায় ১২০০ কোটি টাকার মাস্টারপ্ল্যান, বদলে যাবে ঢাকা মেডিকেল কলেজের চিত্র
এ তারিখের মধ্যে সোনালী সেবার গেটওয়ের মাধ্যমে ফি জমা ব্যতিত আবেদন বাতিল বলে গণ্য হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নিম্নোক্তভাবে আবেদন করতে হবে:
বোর্ডের ওয়েবসাইট www.bteb.gov.bd-এর হোম পেইজে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ অথবা স্থগিত ফলাফল স্বল্প মেয়াদী ও অন্যান্য ট্যাবে যেতেহেবে। CMU / Advanced Certificate/One year Cetificate Course Rescrutiny Apply ( Link 1. Link 2, Link 3 ) ক্লিক করতে হবে। কারিকুলাম কোড: 38 Cetificate in Madicale Ultrasound সেমিস্টার: NA, প্রতিষ্ঠান কোড ও পাসওয়ার্ড দিয়ে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের তথ্যসমূহ এন্ট্রি করতে হবে। অনলাইন এন্ট্রি তথ্যসমূহ প্রিন্ট করার তারিখ ১৪ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত।