কারিগরির প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে শিক্ষকদের কাছ থেকে আবেদন আহবান
ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক ও ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য আগ্রহী শিক্ষকদের কাছ থেকে আবেদন আহবান করা হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১২ অক্টোবরের মধ্যে এ আবেদন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক অনুমোদিত ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন শিক্ষাক্রমের প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন ও ব্যবস্থাপনা নির্দেশিকা-২০২৪’ এর ১.২ (ক) মোতাবেক ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক ও ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নকারী ও মডারেটর মনোনয়নের নিমিত্ত গুগল ফরমের মাধ্যমে তথ্য বা আবেদন গ্রহণ করা হবে।
আরও পড়ুন: একাদশে শেষ ধাপে ভর্তি শুরু আজ, সুযোগ পাচ্ছেন যারা
বর্ণিত কারিকুলামের প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের জন্য আগ্রহী শিক্ষকদের নির্ধারিদ নিম্নের লিংকে গিয়ে আগামী ১২ অক্টোবরের মধ্যে গুগল ফরম পূরণের মাধ্যমে তথ্য বা আবেদন প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। ই-মেইলে অথবা হার্ডকপি প্রেরণের প্রয়োজন নেই। গুগল ফরম লিংক: https://forms.gle/BMyeei8yYF1iqJa18 .