এইচএসসি পরীক্ষার কক্ষে যে ৯ ধরনের ক্যালকুলেটর ব্যবহার বৈধ, জানাল শিক্ষা বোর্ড
আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় নির্দিষ্ট আটটি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ও সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষার্থীরা।
সোমবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত সায়েন্টিফিক ক্যালকুলেটরের মডেলগুলো হল- এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস, এফএক্স-৯৯১সিডব্লিউ। উল্লিখিত মডেলের ক্যালকুলেটর ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
উল্লেখ্য, এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় নির্দিষ্ট ছয়টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহারের কথা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল শিক্ষা বোর্ড।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষার উত্তরপত্রের ওএমআর জমা দিতে সময় বেঁধে দিল শিক্ষাবোর্ড
প্রসঙ্গত, ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২৬ জুন এবং শেষ হবে ১০ আগস্ট। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।