১৭ জুন ২০২৫, ১৬:৫৫
এসএসসি পরীক্ষার উত্তরপত্রের ওএমআর জমা দিতে সময় বেঁধে দিল শিক্ষা বোর্ড
এসএসসি পরীক্ষার মূল্যায়নকৃত উত্তরপত্রের ওএমআর আগামী বৃহস্পতিবার (১৯ জুন) জমা দিতে প্রধান পরীক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, যে সকল প্রধান পরীক্ষক এসএসসি পরীক্ষা ২০২৫-এর মূল্যায়নকৃত
উত্তরপত্রের ওএমআর এখন পর্যন্ত বোর্ডে জমা দেননি, তাদেরকে আগামী ১৯/০৬/২০২৫ তারিখের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে জমাদানের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য, এ নির্দেশনাটি কেবল ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য।
আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে সাত কলেজের ভর্তি পরীক্ষা, চূড়ান্ত সিদ্ধান্ত কাল