মনোনীত আড়াই লাখ
একাদশে ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুন ২০১৮, ০১:০৫ PM , আপডেট: ২২ জুন ২০১৮, ০৮:০১ PM
সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণি ভর্তিতে মনোনীতদের দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে দুই লাখ ৪৯ হাজার ৬৪৭ জন ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। নির্বাচিতদের মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে।
দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে শুক্রবার-শনিবারের মধ্যে। নিশ্চায়ন না করলে দ্বিতীয় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।
তবে তৃতীয় ধাপে তারা নতুন করে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রথম ধাপে নির্বাচিতদের মধ্যে ৩৩ হাজার ৮৭৪ জনের কলেজ পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছে বলে ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে।
ফল প্রকাশ করে কলেজে ভর্তির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘নির্বাচিত শিক্ষার্থীদের ২২ থেকে ২৩ জুনের মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে ১৮৫ টাকা রেজিস্ট্রেশন ফি রকেট, টেলিটক অথবা শিওরক্যাশ -এর মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। আর ২৭ থেকে ৩০ জুন নির্বাচিত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে।’
জানা গেছে, ১০ জুন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি প্রথম তালিকা প্রকাশ করেছিল। এতে ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছিল। পরে ১৯ থেতে ২০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।
বৃহস্পতিবার রাত ১১টায় ভর্তির দ্বিতীয় তালিকা প্রকাশ করে। এদিকে, রবিবার তৃতীয় ধাপে নতুন করে আবেদন গ্রহণ করা হবে আর মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে সোমবার। তৃতীয় মেধার শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে মঙ্গলবার। তিন পর্যায়ের মনোনীত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক হারুন অর রশিদ বলেন, একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। এতে নতুন করে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী ভর্তি জন্য মনোনিত হয়েছে। ফল প্রকাশের পর মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদনকারীদের জানিয়ে দেয়া হয়েছে।
তিনি বলেন, প্রথম ধাপে যারা কলেজ ভর্তির জন্য মনোনীত হয়নি নতুন করে তারা দ্বিতীয় ধাপে আবেদন করেছেন। তাদের অনেকেই পচ্ছন্দের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। আবেদনকারীদের মধ্যে এখনো ৪৬ হাজার ৫৩১ জন ভর্তির জন্য মনোনীত হয়নি।
তারা তৃতীয় ধাপে আবেদন করতে পারবে। ২৪ জুন তৃতীয় পর্যায়ে আবেদন শুরু এবং ২৫ জুন দ্বিতীয় মেধার মাইগ্রেশনের ফল ও তৃতীয় মেধা তালিকার ফল প্রকাশ করা হবে। প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ শিক্ষার্থী পাস করেন।