ঢাকার কলেজগুলোর শিফট ভিত্তিক আসন সংখ্যা জানাল বোর্ড
- টিডিস রিপোর্ট
- প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ০৬:২২ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২২, ০৬:২২ PM
আগামী ২৮ নভেম্বর প্রকাশিত হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। এরপরই শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম।
শিক্ষার্থীদের সুবিধার্থে এবার আগে-ভাগেই কলেজগুলোর শিফট ভিত্তিক আসন সংখ্যা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সম্প্রতি কলেজগুলোর নাম, জেলা, আসন, শিফট সংখ্যা জানিয়ে একটি ফাইল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকায় দেখা গেছে, জেলা, থানা, কলেজের নাম, ইআইআইএন নাম্বার, শিফট, ভারসন, লিঙ্গ এবং আসন সংখ্যা উল্লেখ করা হয়েছে। তালিকায় ঢাকা বিভাগের জেলাগুলো উল্লেখ করা হয়েছে। এছাড়া ঢাকা মহানগরীরর বিভিন্ন থানায় অবস্থিত কলেজের নাম তালিকায় দেওয়া হয়েছে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন