সকল শিক্ষার্থীকে মুজিব আদর্শে গড়ে উঠতে হবে: শিক্ষামন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩ PM , আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১২:২৩ PM
সকল শিক্ষার্থীকে মুজিব আদর্শে গড়ে উঠতে হবে। সবাই মুজিব আদর্শে গড়ে উঠলে দেশ স্বাবলম্বী হবে। দেশকে পরিচিত করে তুলতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষিত জাতিই পারে দেশের ভাগ্য পরিবর্তন করতে। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) প্রধান অতিথি বক্তব্যে বগুড়া পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ১১টায় শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
এসময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব পদমর্যাদার) নজরুল ইসলাম, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদসহ অনেকে।