নোয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০৯:৩৮ AM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২০, ১১:২৬ AM
নোয়াখালী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আখতারী বেগম এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কুমিল্লা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক উপ পরিচালক (কলেজ) মোঃ বাহাদুর হোসেন’র নেতৃত্বে একটি টিম তদন্ত শুরু করেছে।
এক তথ্যের ভিত্তিতে জানা যায়, দীর্ঘদিন ধরে কলেজের বিভিন্ন ভুয়া ভাউচার ও মেয়েদের হোস্টেলে ১৫০ সিটের অতিরিক্ত ছাত্রী ভর্তির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ নানা অভিযোগ রয়েছে।
এছাড়া গত বছর শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দেওয়ার সময় জুতা পায়ে দিয়ে ওঠার অভিযোগ আসলে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও ফেসবুকে ঝড় ওঠে। তবে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এখন নানান বিষয়ে বিভিন্ন সংস্থা তার বিরুদ্ধে তদন্তে নেমেছে। তিনি নিজ এলাকায় গত চার বছর থেকে এ কলেজে দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক মোঃ বাহাদুর হোসেন তদন্তের সত্যতা স্বীকার করে জানান, ‘আমাদের যা যা দরকার আমরা সংগ্রহ করেছি। আমরা উপরে জমা দেব।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আখতারী বেগম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘আমি কোন অনিয়ম করিনি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’