৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ হতে পারে বুধবার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি পদে নিয়োগের ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ আগামী বুধবার (২৮ জানুয়ারি) করার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে সুপারিশের এ সময় চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার ৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করবে এনটিআরসিএ। সভায় সুপারিশের অনুমোদন পাওয়া গেলে পরেরদিন বুধবার নিয়োগ সুপারিশ করা হবে।
আরও পড়ুন: ৭ম গণবিজ্ঞপ্তিতে আবেদনের প্রকৃত সংখ্যা জানাল এনটিআরসিএ
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আশা করছি এদিনই সুপারিশ করতে পারব।’
গত ১০ জানুয়ারি থেকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদনের ফি জমা দেওয়া গেছে ১৮ জানুয়ারি পর্যন্ত।
৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।