শীতার্তদের পাশে ৩৪তম বিসিএস ফোরাম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ০৪:২৪ PM , আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯, ০৪:২৪ PM
রাজধানীতে বসবাসরত ভাসমান, দুঃস্থ্য, গরীব এবং ছিন্নমূল মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ৩৪তম বিসিএস ফোরাম। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কেন্দ্রীয় শহীদ মিনার এবং গুলিস্তান এলাকায় প্রায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করে ফোরামের সদস্যরা।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন ৩৪তম বিসিএস সভাপতি এবং ঢাকা জেলার নির্বাহী ম্যাজস্ট্রেট গাজী আজিজুর রহমান শাহীন, ফোরামের সাধারণ সম্পাদক এবং এসি পেট্র্রােল (মতিঝিল জোন) মো: ইলিয়াছ হোসেন, ফোরামের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তথ্য অফিসার মো: জাকির হোসেন সামিন, ফোরামের সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ(কৃষি ক্যাডার), যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহিনুর ইসলাম শাহীন(পুলিশ ক্যাডার), এএসপি ফয়েজ আহম্মেদ, প্রচার সম্পাদক ওবায়দুল হক রেজা, মানিক গুলজার এবং শিক্ষা ক্যাডারের শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমেনা বেগম নামে এক গরিব মহিলা বলেন, “আমি আমার দুই সন্তান নিয়ে খুব কষ্টে রাত পার করতাম। সন্তানগুলো সারারাত শীতে কাপত। আমার খুব কষ্ট লাগত। আজ থেকে এ কষ্ট লাঘব হবে।” ৮০ বছর বয়সী বৃদ্ধ আবুল কালাম বলেন, “ এই কনকনে শীতে সামান্য পাতলা কাপড় মুড়ি দিয়ে রাত কাটাতাম। আজ এই কম্বলটি পাওয়ায় রাতটা আরামে কাটবে।
৩৪তম বিসিএস সভাপতি গাজী আজিজুর রহমান বলেন, “আমরা আমাদের নৈতিক দায়বন্ধতা থেকে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করেছি। সামান্য এ বস্ত্র বিতরণের মাধ্যমে গরিব লোকদের একটু উপকার হলেই আমাদের উদ্যোগ স্বার্থক হবে। ফোরামের সাধারণ সম্পাদক মো: ইলিয়াছ হোসেন বলেন, “এই কনকনে শীতে শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ করা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা সকলে অন্তত একটি কাপড় দিয়ে হলেও শীতার্তদের সহযোগিতা করি।“