নতুন রোগের নাম ‘টিকটক’: মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বার
মোস্তাফা জব্বার  © ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, এখন নতুন একটা রোগ দেখা দিয়েছে, সেটার নাম টিকটক। আপনারা দেখেছেন টিকটকের কী পরিমাণ অপব্যবহার হয়। পদ্মা সেতুতেও টিকটক ভাইরাল হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

আজ সোমবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক জহুর হোসেন চৌধুরীর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, অনিবন্ধিত নিউজপোর্টালের ওয়েবসাইট বন্ধ করলে তারা ফেসবুকে তাদের কার্যক্রম চালায়। ফেসবুকে ভিডিও প্রচারণা বন্ধ করলে ইউটিউবে প্রচার করে।

প্রকাশনা উৎসবে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসিন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন, প্রবীণ সাংবাদিক এরশাদ মজুমদার, কবি ও সাংবাদিক চপল বাশার।

এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আজ থেকে চল্লিশ বছর আগে সাংবাদিকতা পেশা এমন ছিলো না। এখন এমন কিছু সাংবাদিক আছে যারা তিন লাখ চার লাখ টাকাও বেতন পান। সাংবাদিকদের সংখ্যাও এখন অনেক বাড়ছে।

‘এখন বাংলাদেশে কত হাজার সাংবাদিক আছে তা সাংবাদিকরা নিজেরাই বলতে পারেন না। আমি তো আরো বলতে পারি না। এখন কারা সাংবাদিক সেটি নিয়েও একটা প্রশ্ন আছে’—যোগ করেন মন্ত্রী।

মন্ত্রী জানান, প্রেস কাউন্সিল ও পিআইবির মাধ্যমে সাংবাদিকদের একটা ডাটাবেজ তৈরির পদক্ষেপ নেওয়া হয়েছে। ডাটাবেজের ভিত্তিতে সাংবাদিকদের পরিচয় নির্ধারণ হবে।

ড. হাছান মাহমুদ বলেন, ‘সাংবাদিকদের ডাটাবেইজ ও রেজিস্ট্রেশনের একটা নাম্বার দিলে তারা একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবেন। রেজিস্ট্রেশন ছাড়া কোনো অনলাইনের সাংবাদিককে আমরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানও দিচ্ছি না।’ 


সর্বশেষ সংবাদ