১২ এপ্রিল ২০২২, ২১:৫৮

আমাকে যতো খুশি গালি দিতে পারেন: মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বার   © সংগৃহীত

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে নানান বিষয় নিয়ে নিয়মিত পোস্ট করেন। ফেসবুক আইডির বাংলা বর্ণে লেখা থাকলে তিনি তার বন্ধু তালিকায় যুক্ত করেন। আর অন্য বর্ণে থাকলে তিনি যুক্ত করেন না। তার এই ঘোষণাটি নতুন নয়, অনেক আগের।

ফেসবুকে বাংলার ব্যবহার নিয়ে খুব সচেতন তিনি। বিভিন্ন সময় তার পোস্টের মাধ্যমে অন্যদেরকেও ফেসবুকের বাংলার চর্চা করার জন্য আহ্বান জানান।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড় ফেসবুক আইডি থেকে পোস্ট করে আবারও বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা, এ ভাষা ব্যবহারের বিষয়ে তার অটলতার কথা বলেন।

আরও পড়ুন:  সিনেমা দেখার জন্য ভারতে ছুটি ঘোষণা

সেই পোস্টে তিনি বলেন, আমার নিজের ফেসবুকের হিসাবে সাড়ে চার হাজারের ওপর বন্ধু ২ লাখ ১০ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। আমি বন্ধুদেরকে বাছাই করে নিই। আমার পোস্টে বন্ধুরাই কেবল মন্তব্য করতে পারেন। ৭/৮ জন ছাড়া বাকিদের সবার নাম বাংলা হরফে লেখা। তবে পেজে যারা যুক্ত হয় তাদের বাছাই করার কোন সুযোগ নাই। তাদের প্রায় সবার নাম ইংরেজি হরফেই থাকে। মাঝে মাঝে পেজের পোস্টগুলোর মন্তব্য দেখি। বিস্ময়কর বিষয় হচ্ছে যে সেখানে আমার সবচেয়ে বড় অপরাধ আমার নিজের নাম কেন বাংলা হরফে বা আমি কেন বাংলা হরফে যাদের নাম তাদেরকেই বন্ধু বানাই।

সেই পোস্টে তিনি আরও বলেন, আজকে স্পষ্ট করে বলতে চাই যারা বাংলা হরফে নাম লেখেন তাদেরকে আমি সম্মান ও শ্রদ্ধা করি-এজন্য যতো খুশি গালি কেউ আমাকে দিতে পারেন, দেবেন। জয় বাংলা। আমি বাংলাকে ভালবাসি।

এর আগে তিনি তার ফেসবুক আইডির বিভিন্ন পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্টকারীদের ব্লক করবেন বলে ঘোষণা দিয়েছেন। বিশেষ করে ‘জয় বাংলা’ কিংবা বাংলাদেশের অগ্রগতির কথা থাকে এমন কোন পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়া হলে তাদের ব্যাপারে বিশেষ সতর্ক করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সেখানে বাংলা বর্ণে লেখা আছে ‘মোস্তাফা জব্বার’ এবং বাংলা নামের নিচেই প্রথম বন্ধনীর ভেতরে ইংরেজি বর্ণে লেখা আছে ‘Mustafa Jabbar’. তার আইডির বন্ধু তালিকার সংখ্যা দেখা না গেলেও ফলোয়ারের সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫০১ জন।