বললেন বিটিআরসি মহাপরিচালক
ব্রডব্যান্ড ইন্টারনেট ফি সরকার নির্ধারিত মূল্যেই নিতে হবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ০৯:৫৪ PM , আপডেট: ২২ আগস্ট ২০২১, ০৯:৫৪ PM
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেছেন, দেশর সব ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে মাসিক ফি এবং সংযোগ ফি সরকার নির্ধারিত মূল্যেই নিতে হবে, ইচ্ছামতো নেওয়া যাবে না। গ্রাম থেকে শহর, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের মাসিক ফি, বেসরকারি নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবাদাতা (এনটিটিএন) এবং ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ট্যারিফ বেঁধে দেওয়া হয়েছে।
আজ রোববার এক ভার্চুয়াল গণশুনানিতে এসব কথা বলেন বিটিআরসির মহাপরিচালক।
ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ জানান, ‘এক রেটে’ ইন্টারনেট সেবামূল্য (ট্যারিফ) আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। আইএসপির দাম তিনটি স্ল্যাবে (৫ এমবিপিএস ৫০০ টাকা, ১০ এমবিপিএস ৮০০ এবং ২০ এমবিপিএস এক হাজার ২০০ টাকা) বেঁধে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘সব প্রতিষ্ঠান খোলা, শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত রাজনৈতিক’
রোববার দুপুর ২টা থেকে প্রায় ৩ ঘণ্টার এই গণশুনানিতে নানা প্রশ্ন ও অভিযোগ শোনেন গণশুনানি কমিটির সভাপতি বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। তিনি বলেন, আমরা অনেক ধরনের অভিযোগের কথা শুনলাম। কিছু অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে। আমরা সব সময় সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। খুব বেশি কথা বলতে চাই না, সব তথ্য নিয়েই সব বিষয়ে কথা বলব। আমরা চাই ভুলগুলো ধরিয়ে দিন আমরা সেগুলো সমাধান করব।