অনলাইনে পণ্য ক্রয়

ই-কমার্সের পেমেন্ট নির্দেশনা জারি

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক  © ফাইল ফটো

ই-ভ্যালি, আলিশা মার্টসহ অন্যান্য সংস্থা থেকে পণ্য ক্রয় সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ জুন) ব্যাংকের  পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ই-ভ্যালির মতো অনলাইন শপগুলো থেকে পণ্য হাতে পাওয়ার পর বিক্রেতা টাকা পাবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ৫ দিন ও অন্যান্য পণ্যের মূল্য সাতদিনের মধ্যে পরিশোধ করতে হবে। তবে অবশ্যই গ্রাহক পণ্য বা সেবা বুঝে পাওয়ার পর ই-কমার্সের হিসেবে অর্থ পরিশোধ হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, পণ্যের মূল্য পরিশোধ করেও অনেকক্ষেত্রে গ্রাহকের পণ্য পেতে বিলম্ব হচ্ছে, অনেকে পণ্য পাচ্ছেন না। ফলে গ্রাহক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়ছে। যা ডিজিটাল কমার্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উপর সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি করছে। এই অবস্থায় গত ২৪ জুন বাণিজ্য মন্ত্রলায়ের সিদ্ধান্ত অনুযায়ী ই-ভ্যালির মতো প্রতিষ্ঠানের পণ্য গ্রাহক বুঝে পাওয়ার আগে মূল্য পরিশোধ না করার সিদ্ধান্ত নেয়া হয়।


সর্বশেষ সংবাদ