বিশ্ববিদ্যালয়ে না পড়লে বার্গার বেচতে বলেছিলেন জাকারবার্গের বাবা
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২১ জুন ২০২১, ০৮:৩২ PM , আপডেট: ২১ জুন ২০২১, ০৯:২২ PM
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরুর আগে মার্ক জাকারবার্গকে তাঁর বাবা এডওয়ার্ড জাকারবার্গ বিকল্প একটি পথ দেখিয়েছিলেন। আর তা হলো, ম্যাকডোনাল্ডসের শাখা (ফ্র্যাঞ্চাইজ) চালু। অর্থাৎ এডওয়ার্ড চেয়েছিলেন তাঁর সন্তান যেন ম্যাকডোনাল্ডসের একটি শাখার মালিক হয়ে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে নেয়।
মার্ক জাকারবার্গের তিন বোন। র্যান্ডি, আরিয়েলে ও ডোনা। এই চার সন্তানকে একই সুযোগ দিয়েছিলেন বাবা এডওয়ার্ড। র্যান্ডি জাকারবার্গ সিএনএন বিজনেসের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার বাবা বেশ মজার। আমরা (ভাইবোনেরা) কলেজ শুরুর ঠিক আগে প্রত্যেককে অফার দিয়েছিলেন, হয় উচ্চশিক্ষা শুরু করো নয়তো (ম্যাকডোনাল্ডসের) ফ্র্যাঞ্চাইজ খুলে সেটা চালিয়ে যাও।
জাকারবার্গ বেছে নিয়েছিলেন হার্ভার্ড। সেটা যেমন অজানা নয়, তেমনই পড়াশোনা অসমাপ্ত রেখে ফেসবুক শুরুর ঘটনাও এখন অনেকেই জানেন।
র্যান্ডি আরও বলেন, আমার মনে হয় তাঁরা (মা-বাবা) বলতে চেয়েছিলেন, ব্যবসায় শুরু করতে চাইলে ম্যাকডোনাল্ডসে বিনিয়োগ করার টাকা তোমাদের নেওয়া উচিত।
২০০২ সালে হার্ভার্ডে পড়াশোনা শুরু করেন মার্ক। সে সময় কেউ কি টের পেয়েছিল, এই পথটাই একদিন তাঁকে মাল্টি-বিলিয়নিয়ার বানাবে!
অবশ্য জাকারবার্গ যদি সেদিন বইয়ের বদলে বার্গার-চিপস হাতে তুলে নিতেন তবু হয়তো ভালোভাবেই তাঁর দিন কেটে যেত। অন্তত জীবনযাপনের সাধারণ মানের বিচারে তো বটেই। ২০১৬ সালের সিএনবিসি ও ফ্র্যাঞ্চাইজ বিজনেস রিভিউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য ও পানীয়ের ফ্র্যাঞ্চাইজে বছরে গড় মুনাফা হয় ৯০ হাজার ডলারের কিছু বেশি। ম্যাকডোনাল্ডসের ক্ষেত্রে সংখ্যাটা ছয় অঙ্কের হতে পারে।
এদিকে ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, মার্ক জাকারবার্গের বর্তমান নিট সম্পদের পরিমাণ ১২ হাজার ৩০০ কোটি ডলার। অর্থাৎ যদি ধরে নিই ২০০৪ সালে হার্ভার্ড ছাড়ার সময় মার্ক জাকারবার্গের নিজস্ব কোনো সম্পদ ছিল না, তবে গত ১৭ বছরে তিনি গড়ে প্রতিবছর ৭২৩ কোটি ডলার করে সম্পদের পাহাড় গড়েছেন।
হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় ফেসবুক চালু করেন মার্ক জাকারবার্গ। ডরমিটরিতে বন্ধুদের সঙ্গে কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যমটির উদ্যোগ নিয়েছিলেন, তা একসময় লোকের মুখে মুখে ঘুরত।
হার্ভার্ডের শিক্ষা বেছে নিয়ে মার্ক জাকারবার্গ যে ভুল করেননি, তা এখন না বললেও চলে। আর শুরুতে শিক্ষা অসমাপ্ত রাখলেও হার্ভার্ডের ডিগ্রিও তিনি শেষমেশ ঠিকই পেয়েছেন।