একাত্তর টিভির উপস্থাপিকাকে নিয়ে গুজব, ৬ জন শনাক্ত

মিথিলা ফারজানা
মিথিলা ফারজানা  © সংগৃহীত

একাত্তর টিভির উপস্থাপিকা মিথিলা ফারজানাকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার করে একটি ভুয়া পোর্টাল। সেটার লিংক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেন অনেকে।

পরবর্তীতে বিষয়টি মিথিলা ফারজানার নজরে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হন তিনি। এদিকে, গুজব ছড়ানোর অভিযোগে ৬ জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

মিথিলা ফারজানা জানান, মিথ্যা তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে তাকে নিয়ে। আজ মঙ্গলবার (৪ মে) রাতে তিনি ফেসবুকের এক স্ট্যাটাসে লিখেছেন, এদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আমাকে নিশ্চিত করেছে এই প্রক্রিয়া চলমান। গুজব সৃষ্টি এবং ছড়ানোর আগে চিন্তা করবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম বলেন, ৭১ টিভির উপস্থাপিকাকে নিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগে ৬ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ