ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৯ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:৪৯ PM
ভার্চুয়াল বিজ্ঞান মেলার আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সেপ্টেম্বর মাস জুড়েই এই মেলা চলবে। শিশু-কিশোর ও তরুণদের বিজ্ঞানচর্চায় উদ্ধুদ্ধ করতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা।
অনলাইন প্লাটফর্মে আয়োজিত এই মেলায় বিজ্ঞান বিষয়ক কাজের প্রজেক্ট জমা দেয়া যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এজন্য বয়সভিত্তিক তিনটি গ্রুপ করা হয়েছে।
‘ক’ (৯-১২ বছর) গ্রুপের জন্য প্রজেক্টের চিত্রসহ লিখিত ব্যাখ্যা অথবা মডেল ও লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ‘খ’ (১৩-১৭ বছর) গ্রুপের জন্য প্রজেক্টের চিত্রসহ লিখিত ব্যাখ্যা অথবা মডেল ও লিখিত ব্যাখ্যা এবং চিত্রসহ ভিডিও প্রেজেন্টেশন (সর্বোচ্চ ১৫ মিনিট) দিতে হবে। আর ‘গ’ (১৮ বছর ও তদূর্ধ্ব) গ্রুপের জন্য প্রজেক্টের চিত্রসহ লিখিত ব্যাখ্যা অথবা মডেল ও লিখিত ব্যাখ্যা এবং চিত্রসহ ভিডিও প্রেজেন্টেশন (সর্বোচ্চ ১৫ মিনিট) অথবা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন (সর্বোচ্চ ১৫ মিনিট) অথবা ডকুমেন্টারি (সর্বোচ্চ ১৫ মিনিট) দিতে হবে।
বিস্তারিত জানতে https://www.facebook.com/zrf.org/ এই লিঙ্কে প্রবেশ করতে ফাউন্ডেশনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে। প্রত্যেক শাখার বিজয়ীদের সনদসহ আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হবে।