লাইভে এসে কেঁদে যা বললেন ই-ভ্যালির এমডি (ভিডিও)

অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম লিমিটেডকে নিয়ে ওঠা অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা প‌রিচালক (এম‌ডি) মো. রা‌সেল। শুক্রবার রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন মো. রা‌সেল। এসময় তিনি এ দাবি করেন। লাইভে থাকা অবস্থায় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন মো. রাসেল। অনেকবার টিস্যু দিয়ে তাকে চোখ মুছতে দেখা যায়।

এসময় তিনি বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তা মিথ্যা। আমি জোর গলায় বলতে চাই, ব্যাবসায়িক দিক থেকে আমাদের কোনো দুর্বলতা নেই। প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের সরকারের সবগুলো জায়গায় লিখিত আবেদন দিব, যাতে ব্যবসাটা রানিং রেখে সিদ্ধান্তগুলো নেওয়া হয়।

যাদের বিভিন্ন পণ্য ই-ভ্যালীতে অর্ডার করা আছে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যাদের পণ্য অর্ডার আছে তাদের একটা অর্ডারও মিস হবে না। আমরা যার পণ্য তার কাছে পৌঁছে দিবো। যদি আপনারা আমাদের পাশে থাকেন এবং বিশ্বাস রাখেন, এই সাময়িক সমস্যা আমরা কাটিয়ে উঠতে পারব।ে

এদিকে অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম লিমিটেড এবং এর চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ও গত বুধবার ই-ভ্যালির কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে। আবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো গত মঙ্গলবারই ই-ভ্যালির পণ্য কার্ডে লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে।


সর্বশেষ সংবাদ