ঈদের বাজারে করোনা থ্রিপিস!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ মে ২০২০, ১০:৫৯ AM , আপডেট: ১০ মে ২০২০, ১১:৪৯ AM
বৈশ্বিক মহামারি করোনা এবার তার রূপ পাল্টালো। এখন প্রাণঘাতী ভাইরাস নয়, এসেছে মেয়েদের ঈদের নতুন পোশাক রূপে। এবার ঈদের বাজারে জ্যোতি ছড়াবে করোনা থ্রিপিস। এর আগে ভারতীয় সিরিয়ালের নায়িকা ‘পাখি’, ‘কিরণমালা’র নামের থ্রিপিসগুলোর দখলে থাকত ঈদের বাজার। এইগুলো সৃষ্টি হতো পারিবারিক সমস্যা। এমনকি জীবনও চলে গেছে অনেকের। এবার সেই তালিকায় যোগ হলো করোনা থ্রিপিসও। সামাজিক যোগাযোগমাধ্যমে এই থ্রিপিস নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
দীর্ঘ দেড় মাস লকডাউন থাকার পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রবিবার থেকে সারাদেশে খুলছে শপিং মার্কেট ও হাটবাজারগুলো। তবে রাজধানীসহ সারাদেশের প্রায় ৯৫ শতাংশ শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি।
পোশাক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর ভিন্ন কিছু নামে নতুন ডিজাইনের পোশাক আনার চেষ্টা করেন তারা। আর এক্ষেত্রে যে নামগুলো মানুষের কাছে বেশি পরিচিত সেইগুলোর নামে পোশাক বের করা হয়। এর ফলে সহজে অল্প সময়ে সবার কাছে পোশাকের প্রচারণা হয়ে যায়। আর ক্রেতারা দোকানে গিয়ে ওই পোশাকগুলোর খোঁজে নেয়। নাম জানা না থাকলে দোকানদার যে পোশাকগুলো দেখান সেখান থেকে তাদের পছন্দ করতে হয়। এছাড়া সহপাঠিদের এই পোশাক কিনতে দেখেও তারা এই পোশাক কিনে।
কলকাতা থেকে দেশে পোশাক আমদানি করেন এমন একজন জানান, বিভিন্ন পার্বণ উপলক্ষে কলকাতায় নতুন ডিজাইনের পোশাক বের করা হয়। আরও সেগুলোর নাম দেয়া হয় ট্রেন্ডিং শব্দ দিয়ে। এর প্রভাব বাংলাদেশেও পড়ে। বিগত কয়েকবছরের অভিজ্ঞতায় দেখা যায়, ট্রেন্ডিং নামে বের করা পোশাকগুলোর বিক্রি অনেক বেশি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই নতুন পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বলছেন, ঈদের ব্যবসা করার জন্য কোন রকম বাছবিচার ছাড়াই পোশাকের নাম দেয়া হয়। প্রতিবছরের ন্যায় এবারও ব্যতিক্রম হয়নি। আরও একধাপ এগিয়ে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের নামে বের হলো এই পোশাক। সারাবিশ্ব যখন এই ভাইরাস মোকাবেলায় দম ফেলার সুযোগ পাচ্ছে না, তখন এই ভাইরাসের নামে আসছে পোশাক। যা মানুষের মন থেকে ভাইরাসের ভয় দূর করে দিবে। অথচ গুরুত্ব দিয়ে ভাইরাসটি থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে করোনা থ্রিপিসের কলেকশনের একটি ছবি ভাইরাল হচ্ছে। কে-টেক্স নামের একটি প্রতিষ্ঠান এটি বাজারজাত করেছে। তবে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা যায়নি।
বিগত কয়েক বছর ধরে ঈদের মৌসূমে ভারতীয় সিরিয়ালের নায়িকাদের নামে বের হওয়া নতুন পোশাককে কেন্দ্র করে দেশে ঘটছে পারিবারিক কলহ। এই পোশাকগুলো না পাওয়ায় অনেকে আত্মহত্যাও করেছে। এমনকি স্বামী-স্ত্রীদের মধ্যে বিচ্ছেদও হয়েছে। এমনকি অনেক স্কুল-কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করার খবরও গণমাধ্যমে এসেছে।