রবির সঙ্গে বেক্সিমকোর কৌশলগত চুক্তি স্বাক্ষর

  © টিডিসি ফটো

রবি আজিয়াটা লিমিটেড ও বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড সম্প্রতি একটি কৌশলগত চুক্তি সই করেছে। চুক্তির আওতায় সম্প্রতি চালু হওয়া বেক্সিমকো কমিউনিকেশনের ফ্ল্যাগশিপ ডিটিএইচ ব্র্যান্ড আকাশের প্রসারে কাজ করবে উভয় কোম্পানি। রবিবার দুপুরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

রাজধানীর রবি কর্পোরেট অফিসে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের সিইও ডি এস ফয়সাল হায়দার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সই করেন।

চুক্তিটি পারস্পরিক সহযোগিতার দরজা খুলে দিয়েছে। শুরুতে আগ্রহী গ্রাহকরা তাদের বসতবাড়িতে ব্যবহারের জন্য নির্ধারিত রবি ওয়াক-ইন-সেন্টারগুলোয় আকাশ ডিটিএইচের অর্ডার দিতে পারবেন। এর ফলে আকাশ ডিটিএইচ’র সেবা সহজেই পৌঁছে গেল সম্ভাব্য গ্রাহকদের হাতের নাগালে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির চিফ ডিজিটাল সার্ভিসেস অফিসার শিহাব আহমেদ, ডিজিটাল সার্ভিসের (ডিএস) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকি, ডিএসের জেনারেল ম্যানেজার এ এম সাখাওয়াত হোসেন, জেনারেল ম্যানেজার ওমর ফারুক ইবনে হাসান এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেডের হেড অব বিজনেস প্ল্যানিং অ্যান্ড সাপ্লাই চেইন জিয়া হাসান খান, হেড অব মার্কেটিং শাহরিয়ার আমিন, হেড অব ডিস্ট্রিবিউশন সৈয়দ লিয়াকত হোসেন, ম্যানেজার শিহাবুল ইসলাম ও কনসালটেন্ট ভ্লাদিমির বেলায়েভ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ