ফেসবুক মেসেঞ্জারে রিপ্লাইয়ের নতুন অপশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৪ PM , আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৬:৪৪ PM
ফেসবুক মেসেঞ্জারে আপনার ইচ্ছা শুধুমাত্র নির্দিষ্ট মেসেজের রিপ্লাই দিবেন। তা হোক কোন গ্রুপ চ্যাটে বা আপনার কোন বন্ধুকে। এ অপশন হোয়াটস অ্যাপসহ বেশ কিছু মেসেঞ্জার অ্যাপলিকেশনে থাকলেও ফেসবুকে তা এতদিন সংযুক্ত করা হয়নি। কিন্তু সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে নতুন অপশনটি চালু হয়েছে।
নির্দিষ্ট মেসেজের রিপ্লাই করার অপশনটি চালু হওয়ায় গ্রাহকদের বেশ সুবিধা হল। আগে কেউ একাধিক মেসেজ করলে ঠিক কোনটির রিপ্লাই দেয়া হল তা বুঝা অনেক সময় কঠিন হয়ে যেত। এখন থেকে সহজে নির্দিষ্ট মেসেজের রিপ্লাই করা যাবে এ জনপ্রিয় প্ল্যাটফর্মে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিন আফরোজ ফেসবুক মেসেঞ্জারে নিয়মিত বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করেন। তিনি জানান, আগে একসাথে অনেক বন্ধু মেসেজ করলে কে কার রিপ্লাই দিচ্ছে তা বুঝা যেত না। এখন ফেসবুক নতুন রিপ্লাই অপশনটি যোগ করায় গ্রুপ চ্যাট আরো জমে উঠছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে ফেসবুক মেসেঞ্জার। মেসেঞ্জারকে একটি আলাদা প্ল্যাটফর্ম হিসেবেই দাঁড় করানোর পরিকল্পনা করছে তারা। আর এজন্য ফেসবুকে যুক্ত করা হচ্ছে নানা সুবিধা। এ সকল নতুন ফিচার যুক্ত করা হলে যোগাযোগের ক্ষেত্রে নতুন ভূমিকা রাখতে পারবে মেসেঞ্জার। এরই প্রেক্ষিতে ফেসবুক নির্দিষ্ট মেসেজের রিপ্লাই দেওয়ার অপশনটি সংযুক্ত করে।