যেভাবে ফাঁস হলো ৬৮ লাখ ফেসবুক ব্যবহারকারীর গোপনীয় ছবি

  © সংগৃহীত

নতুন করে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর গোপনীয় ব্যক্তিগত ছবি তৃতীয় পক্ষের কাছে চলে গেছে। প্রায়  ৬৮ লাখ ফেসবুক অ্যাকাউন্ট ক্ষতিগ্রস্থ হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। এতে ব্যবহারকারীদের অপ্রকাশিত ছবিও রয়েছে।

বিবিসির খবরে বলা হয়, সেপ্টেম্বর মাসের ১২ দিনে ছবি বেহাত হওয়ার ঘটনাটি ঘটে। ফেসবুক আরো জানায়, এ বিষয়ে সাধারণ ব্যবহারকারীদের অবহিত করা হবে। ফেসবুকের ডাটা কেলেঙ্কারির সর্বশেষ তথ্য এটি। ‘ক্যামব্রিজ অ্যানালাইটিক কেলেঙ্কারি’ এমন আরো একটি ঘটনা ঘটেছিল। একটি ব্লগ পোস্টের মাধ্যমে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে,‘সাধারণত কোনো থার্ড পার্টি অ্যাপ ব্যবহারের ক্ষেতে টাইমলাইনের ছবিগুলোর অ্যাক্সেস চাইলে আমারা তার অনুমতি দিই। সম্ভবত, এই সময়ে অন্য ছবিগুলোরও এক্সেস নিয়েছে থার্ড পার্টির অ্যাপগুলো।’

ব্লগ পোস্টে আরো জানান হয়, অনাকাঙ্খিতভাবে প্রায় দেড় হাজার অ্যাপ এই কাজের সঙ্গে জড়িত। মূলত; অ্যাপ ডেভেলপাররা ব্যবহারকারীদের টাইমলাইনের ছবিগুলোর এক্সেস দিয়েছে। এতে করে ব্যবহারকারীরা ফটো স্টোরিসহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পেরেছে। অন্যদিকে ব্যবহারকারীরা যে ছবিগুলো আপলোড করেনি তা অন্যদের দেখার সুবিধা করে দেয় ডেভেলপাররা। ফেসবুক কর্তৃপক্ষ ওই ধরনের ছবিগুলো মুছে ফেলতে ক্ষতিগ্রস্থ ডেভেলপারদের সঙ্গে কাজ করবে।

দীর্ঘ তিনমাস তথ্য গোপন রাখার জন্য তোপের মুখে পড়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। এ বিষয়ে ফেইসবুকের বক্তব্য হলো কোন কোন অ্যাপ ও ব্যবহারকারীরা এই ত্রুটির খপ্পরে পড়েছিলো তা তদন্ত করে বের করার আগ পর্যন্ত তারা অপেক্ষা করেছে। প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিরেক্টর টমার বার জানান, ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের ছবিগুলো ডিলিট করতে আমরা ডেভেলপারদের সঙ্গে কাজ করছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেড় হাজার অ্যাপের ডেভেলপারকে একটি টুল দেওয়া হবে। যার মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীদের মধ্যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা শনাক্ত করা যাবে। 


সর্বশেষ সংবাদ