বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ, থাকছে কর্মসংস্থানের সুযোগ
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৫তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। এই প্রোগ্রামের আওতায় তেরটি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করা হয়। আইটি স্কলারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদান করে৷ এই প্রোগ্রামটি উনিশ বছর ধরে চলছে৷
আইডিবির এই প্রোগ্রামের লক্ষ্য মেধাবী মুসলিম প্রার্থীদেরকে আন্তর্জাতিক স্তরের পেশাদার আইটি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আন্তর্জতিকভাবে স্বীকৃত আইটি প্রফেশনাল হতে এই কোর্সটির ভূমিকা অসাধারণ।
আরও পড়ুন: নারী শিক্ষার্থীদের স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
আইডিবির আইটি স্কলারশিপের সাড়ে আট মাসের এই প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে মোট আসন আছে ১৬৫টি।প্রতিষ্ঠানটি গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারীদের ভিন্ন ভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেবে ৬৫তম রাউন্ডে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ১৫ জানুয়ারী ২০২৫ পর্যন্ত এই কোর্সের জন্য আবেদনের সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ বিনা ফি-তে কোর্সটি করানো হয়;
*প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;
*সফলভাবে কোর্স সম্পন্ন করার পর কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়;
*আন্তর্জাতিক স্বীকৃত আইটি প্রফেশনাল হওয়ার সুযোগ আছে;
আরও পড়ুন: ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর করুন ফ্রান্সে, বছরে দেবে ১৭ লাখ টাকা
আবেদনের যোগ্যতা
*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন;
*চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে: আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপে ভর্তিতে আবেদন করতে চাইলে এখানে ক্লিক করুন।