হ্যাক হতে পারে ক্রোম ব্রাউজার

ক্রোম ব্রাউজার
ক্রোম ব্রাউজার  © সংগৃহীত

গুগল ক্রোমে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। সেখান থেকেই নিরাপত্তায় সমস্যা তৈরি হতে পারে। এমনকি হ্যাক হতে পারে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীর ফোন, ল্যাপটপ ও কম্পিউটার। ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সিআরটি-ইন লাখ লাখ গুগল ক্রোম ইউজারদের উদ্দেশে তারা বলেছে,  বড়সড় ঝুঁকি রয়েছে।

সিআরটি-ইনের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল ক্রোমে বেশ কিছু ফাঁকফোকর রয়েছে। সেখান থেকেই নিরাপত্তায় সমস্যা তৈরি হতে পারে। মূলত এক্সটেনশনের অনুপযুক্ত বাস্তবায়ন এবং ভি৮-এর টাইপ কনফিউশনের কারণেই এই সমস্যা। এই ফাঁকগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা ইউজারকে বিশেষভাবে তৈরি ওয়েব পৃষ্ঠায় যেতে রাজি করিয়ে নিতে পারে অনায়াসে।

আরও পড়ুন: গুগল ক্রোমের নতুন ফিচারে যেসব সুবিধা পাবেন

চলতি বছরের শুরুতেই এই সমস্যাগুলো সামনে এসেছিল, কিন্তু সমাধান হয়নি। টেক বিশেষজ্ঞরা মনে করছেন, গুগল বোধহয় সমাধান খুঁজেই পাচ্ছে না। নাহলে এত দেরি হওয়ারর আর কী কারণ থাকতে পারে? যাই হোক, হ্যাকাররা গুগল ক্রোম ব্যবহার হয় এমন সিস্টেমে খুব সহজেই নিজেদের কোড চালান করে দিতে পারে। সোজা কথায়, হ্যাকাররা যদি সিটেমের নিরাপত্তাকে ফাঁকি দিয়ে এই সমস্যাগুলোকে কাজে লাগাতে পারে, তাহলে তারা শিকারকে ক্ষতিকারক ওয়েবসাইটে যেতে বাধ্য করতে পারে, যা অত্যন্ত বিপজ্জনক।

আরও পড়ুন: স্নাতক পাসেই কাজের সুযোগ দিচ্ছে গুগল, আবেদন যেভাবে

নিরাপত্তার জন্য গুগল ক্রোমের লেটেস্ট ভার্সন আপডেট করার পরামর্শ দিয়েছেন টেক বিশেষজ্ঞরা। সেটা উইন্ডোজ, ম্যাকওএস বা লিনাক্স, যাই হোক না কেন। এর জন্য প্রথমে ক্রোমের থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। সেখান থেকে যেতে হবে সেটিংসে। তারপর অ্যাবাউট অপশনে ক্লিক করে ক্রোম আপডেট করতে হবে। লেটেস্ট ভার্সন আপডেট করলে কী কী নিরাপত্তা সুবিধা পাওয়া যাবে, তারও একটি তালিকা দিয়েছে গুগল। যাই হোক, সিস্টেমের নিরাপত্তা এবং হ্যাকারদের হাত থেকে বাঁচতে চাইলে গুগল ক্রোম আপডেট জরুরি।


সর্বশেষ সংবাদ