ফের ত্রুটি ফেসবুকে, উধাও প্রোফাইলের ছবি-স্ট্যাটাস

ফেসবুক
ফেসবুক  © ফাইল ফটো

ফের প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়েছে মেটার অ্যাপ- ফেসবুক। এতে বহু ব্যবহারকারীকে পড়তে হয়েছে সমস্যায়। এ সময় ফেসবুকে নিজের বা বন্ধুর প্রোফাইলে কোনো পোস্ট দেখা যাচ্ছে না। সেখানে ‘নো পোস্ট অ্যাভেইলেবল’ লেখাটি প্রদর্শিত হচ্ছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল থেকে ফেসবুকে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক ব্যবহারকারী। যদিও কি কারণে এমন সমস্যায় পড়তে হয়েছে ব্যবহারকারীদের তা জানা যায়নি।

ওয়েবসাইট ও পরিষেবার অবস্থা সম্পর্কে তথ্য প্রদানকারী অনলাইন মাধ্যম ডাউন ডিটেক্টরে এমন সমস্যা নিয়ে মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্রায় সাড়ে ৫০০ ব্যবহারকারী রিপোর্ট করেছেন। ডাউন ডিটেক্টরে এ বিষয়ে তারা বলেছেন, ‘সকাল থেকে ফেসবুক প্রোফাইলে কোন পোস্ট দেখা যাচ্ছে না। আমার সব পোস্ট কি ফেসবুক মুছে ফেলেছে?’

ফেসবুকে মাঝেমধ্যেই এমন ত্রুটি নিয়মিত দেখা যায় বলে প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন সাইট থেকে জানা যায়। কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুক আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে জানা যায়। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছর ফেসবুক ও ইনস্টাগ্রামে নানা কারণে প্রায় ৩৩ বার ত্রুটি বা সাময়িক বিভ্রাট দেখা গেছে।


সর্বশেষ সংবাদ