সচল রয়েছে হোয়াটসঅ্যাপ

  © লোগো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম হঠাৎ লগ-আউট হয়ে যাচ্ছে। মেটার এই তিন জনপ্রিয় মাধ্যমের ব্যবহারকারীরা আচমকা সমস্যায় পড়লেও একই প্রতিষ্ঠানের মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ সচল পাওয়া গেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের টেক্সট আদান-প্রাদান, কলিংসহ সব ধরনের সুবিধা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবহারকারীরা ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম লগআউট হয়ে যাওয়ার সমস্যার কথা জানান।

আরো পড়ুন: হঠাৎ লগ-আউট ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইন্সটাগ্রাম

ব্যবহারকারীরা জানান, ব্রাউজার ও অ্যাপ থেকে হঠাৎ ফেসবুক, ম্যাসেঞ্জার লগ-আউট হয়ে যায়। এরপর থেকে আর লগ-ইন করা যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স বিভ্রাট ট্র্যাকিং সেবা ডাউনডিটেক্টর ডটকমের বরাত দিয়ে মেটার এই তিন প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছে না বলে এক প্রতিবেদনে জানায়।

আরো পড়ুন: ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে লগ-আউট? আপনার একার হয়নি

তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের জটিলতা দেখা যায়নি।

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করে কোনো বক্তব্য পায়নি রয়টার্স।


সর্বশেষ সংবাদ