ফেসবুকের নজরদারি বন্ধ করবেন যেভাবে
গুগলে কিছু একটা লিখে সার্চ করলেন কিছুক্ষন পর ফেসবুকে সেটার বিজ্ঞাপন সামনে আসছে। অথবা কোনো একটা ওয়েবসাইট ব্রাউজ করলেন তার কিছু সময় পর সে ওয়েবসাইট সম্পর্কিত বিজ্ঞাপন ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। এমন কেন হয়?
তাহলে কি ফেসবুক জানে আপনি কি ব্রাউজ করছেন ইন্টারনেটে? হ্যাঁ ঠিকি ধরেছেন, তারা জানে আপনি কি ব্রাউজ করছেন— আর তা আপনার সম্মতি নিয়েই। যদিও আপনি জানেন না কখন কীভাবে তাদের সম্মতি দিয়েছেন।
মোবাইলে ফেসবুক অ্যাপ বা কম্পিউটারের একটি ট্যাবে ফেসবুক লগইন করা অবস্থায় অন্য ট্যাবে বা অন্য অ্যাপে আপনি কি ব্রাউজ করছেন তা জানতে পারবে ফেসবুক। আর তা থেকে তথ্য নিয়েই মূলত বিজ্ঞাপন প্রচার করছে তারা। আর এভাবেই আমাদের থেকে তথ্য নিয়ে তাদের বিজ্ঞাপন ব্যবসা টিকিয়ে রাখছে।
আরও পড়ুন: ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক না হলে চুরি হতে পারে ব্যক্তিগত তথ্য
তবে আপনি চাইলেই ফেসবুকের নজরদারির অপশনটি বন্ধ করে রাখতে পারবেন। তাহলে ফেসবুক আর আপনার ব্রাউজ করা ডাটা নিতে পারবেন না।
ফেসবুক অ্যাপ অথবা কম্পিউটার থেকে অপশনটি যেভাবে বন্ধ করবেন
১. প্রথমে মোবাইল অথবা কম্পিউটার থেকে ফেসবুকের সেটিংসে (Settings) যাবেন।
২. এরপর নিচের দিকে Your Information সেকশনে অফ ফেসবুক অ্যাক্টিভিটি (Off-Facebook Activity) অপশনে যান।
৩. তারপর কন্টিনিউতে (Continue) চাপ দিন পরের পেজে যান।
৪. এখানে কয়েকটি অপশন থেকে নিচের ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটি অপশনে (Manage Future Activity) যান।
৫. পরের পেজে দ্বিতীয় অপশনে (Disconnect Future Activity) টিক দিয়ে নিচে কন্টিনিউ (Continue) তে চাপ দিন।
৬. তার পরের পেজে আবার Disconnect Future Activity তে চাপ দিয়ে আবেদনটি কনফার্ম করুন।
আবেদনটি কনফার্ম হওয়ার পর Future Activity Will be disconnected লেখা আসবে। এভাবে আবেদন করার পর ৪৮ ঘণ্টা পর্যন্ত সময় নিবে ফেসবুক পুরোপুরিভাবে নজরদারি বন্ধ করতে।
আরও পড়ুন: যে পণ্যের কথা বলছেন, সেটাই কি অনলাইন বিজ্ঞাপনে আসছে? এটা কীভাবে হয়