ফেসবুক কত যে কিছু দেখালো!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২২, ০৯:২২ PM , আপডেট: ০৮ অক্টোবর ২০২২, ০৯:৫৭ PM
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের স্ট্যাটাসে ‘হা হা’ রিয়েক্ট নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রীর যেকোনো ফেসবুক পোস্টে তার অনুসারীরা কেন ‘হা হা’ রিয়েক্ট করছেন এটাই তিনি বুঝতে পারছেন। ফলোয়ারদের কাছে এ বিষয়ে জানতে চাইলেও তেমন কোন সদুত্তর পান না তিনি।
শনিবার (০৮ অক্টোবর) এ দেয়া এ সংক্রান্ত একটি স্ট্যাটাসেও সামনের সারিতে রয়েছে ‘হা হা’ রিয়েক্ট। মন্ত্রী তার ফেসবুক স্ট্যাটাসে রিয়েক্ট সংখ্যা হাইড করে রাখায় ঠিক কি পরিমাণ হা হা পড়েছে সেটি দেখার সুযোগ নেই। হা হা’র পরেই রয়েছে লাভ। এরপর যথাক্রমে রয়েছে স্যাড, কেয়ার, ওয়াও এবং অ্যাংরি রিয়েক্ট।
মন্ত্রীর ফেসবুক পোস্টে তার ফলোয়ারদের শতভাগ হা হা রিয়েক্ট কেন আসে, বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, ‘পোস্টে শতভাগ হাহা আসে ফলোয়ারদের। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হা হা দিলে কেন? জবাব আসে; ভুলে পড়ে গেছে, অন্যরা দিছে তাই আমিও দিছি, আর দিমুনা, বিষয়টাতো ভাল একটু মজা করলাম আরকি? ফেসবুক কতো যে কিছু দেখালো, কত যে কিছু শেখালো!’
মন্ত্রীর এ পোস্টের মন্তব্যের ঘরেও মজা করতে দেখা গেছে তার অনুসারীদের। পাশাপাশি ছিল পরামর্শও। সুমিত সিংহ সঞ্জয় নামে একজন ব্যবহারকারী মন্তব্যে লিখেছেন, ‘‘স্যার এটা আমি আপনাকে অনেক আগেই মেসেজ করেছিলাম। আপনার আইডিতে ‘হা হা’ রিয়েক্ট যারা দেয় তাদেরকে আনফ্রেন্ড না হলে ব্লক করে দেন। কারণ এইটা কোনো কথা হলো কোনো কারণ ছাড়াই বুঝে না বুঝে ‘হা হা’ রিয়েক্ট দেয়।
আরও পড়ুন: জেনে নিন কীভাবে ভেরিফায়েড করবেন আপনার ফেসবুক প্রোফাইলটি
ফেসবুকের ব্যবহারের প্রতি বেশ সিরিয়াস ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী মোস্তফা জব্বার নিজের বন্ধুর তালিকায় ইংরেজি নামের বন্ধুদের রাখেন না। মন্ত্রীর নিজের ফেসবুক আইডির নামও বাংলা ভাষায়। মাতৃভাষার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে তাই তিনি বাংলা ভাষায় যাদের ফেসবুক আইডি তাদেরকে পছন্দ করেন।
একইসঙ্গে তিনি বাংলা ছাড়া ভিন্ন ভাষার ব্যবহারকারীদেরকে বন্ধু হতে অনুরোধ জানাতেও নিষেধ করেছেন। এরকম ইংরেজি ভাষার ১২ জনকে মন্ত্রী বন্ধুর তালিকা থেকে বের করে তিনি ফেসবুকে লিখেছেন, এই মাত্র ১২ জনকে বন্ধু তালিকা থেকে বের করে দিলাম। তারা বাংলা হরফে নাম লিখে বন্ধু হয়ে এখন আবার ইংরেজিতে ফিরে গেছে। অনুগ্রহ করে ইংরেজি হরফে নাম থাকলে বন্ধুর অনুরোধ করবেন না বা বাংলায় নাম লিখে বন্ধু হয়ে আবার ইংরেজিতে ফিরে যাবেন না।