১০ লাখ ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য চুরির আশঙ্কা ফেসবুকের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ তথ্য চুরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে মেটা। প্রতিষ্ঠানটি বলছে, অ্যাপল এবং গুগল অ্যাপ থেকে ডাউনলোডকৃত কিছু অ্যাপের নিরাপত্তাজনিত কারণে ফেসবুক ব্যবহারকারীদের তথ্য চুরি হয়ে থাকতে পারে।

শুক্রবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ এই বছর অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৪০০টিরও বেশি ম্যালওয়্যার অ্যাপ শনাক্ত করেছে। এই অ্যাপগুলো ইন্টারনেট ব্যবহারকারীদের লগইনের মাধ্যমে তথ্য চুরি করে থাকে। এই অ্যাপগুলো সরানোর জন্য অ্যাপল এবং গুগলকে জানানো হয়েছে। প্রতিবেদনে ফেসবুক দাবি করেছে ফটো এডিটর, মোবাইল গেম বা হেলথ ট্র্যাকার অ্যাপগুলো মূলত তথ্য চুরি করে। 

মেটার গ্লোবাল থ্রেট ডিসরাপশনের পরিচালক ডেভিড অ্যাগ্রানোভিচ বলেছেন, সাইবার অপরাধীরা জানেন যে এ ধরনের অ্যাপগুলো কতটা জনপ্রিয়। তারা তাই এ ধরনের থিম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে ফেসবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্টের তথ্য চুরি করে।


সর্বশেষ সংবাদ