ঢাবিতে ছায়া জাতিসংঘের সম্মেলন শুরু ৮ সেপ্টেম্বর

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন   © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর থেকে। প্রতিবারের মতো এর আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন (ডিউমুনা)।

সম্মেলন উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। সম্মেলনটির এ বছরের মূল প্রতিপাদ্য- বৈশ্বিক সংহতি রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে স্বাধীনতার সুনিশ্চিতকরণ। 

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

এ বছর ৮ সেপ্টেম্বর সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী অনুষ্ঠান হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। 

এরপর কমিটিতে মূল প্রতিপাদ্য বিষয়গুলো আলোচনা করা হবে। ৯ সেপ্টেম্বর পুরোদমে আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হবে এবং ১০ সেপ্টেম্বর অংশগ্রহণকারী প্রতিনিধিরা দক্ষতার মাধ্যমে তাদের প্রদানকৃত সমস্যার সমাধান বের করবেন। প্রতিটি কমিটি যে সমাধান বের করবে, তার খসড়া প্রস্তাবগুলো নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিউমুনার সভাপতি আশিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্মেলন বাস্তবায়ন কমিটির মহাপরিচালক কাজী মোশফিকুর রহমান, উপ-সচিব খন্দকার কায়েস, সহ-সাধারণ সম্পাদক মেহবীজ বিনতে মতিউর এবং সংগঠনের প্রেস সচিব তাসনিয়া নাজমী প্রমুখ।


সর্বশেষ সংবাদ