২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৭

এআই ফোর-সিজন পোর্ট্রেটের সাথে আসছে ভিভো ভি৬০ লাইট

ভিভো ভি৬০ লাইট  © টিডিসি ফটো

ভ্রমণ এবং স্মৃতি ধারণের জন্য নতুন দিগন্ত উন্মোচন করলো ভিভো, তাদের সাম্প্রতিক লঞ্চ করা স্মার্টফোন ভিভো ভি৬০ লাইট। পোর্ট্রেট ফটোগ্রাফিতে পারদর্শী এই ডিভাইসটি নিয়ে এসেছে উন্নত এআই অরা লাইট ৩.০ প্রযুক্তি ও এআই ফোর-সিজন পোর্ট্রেট ফিচার, যা প্রতিটি ছবিতে প্রাণবন্ত ও সজীব মুহূর্তের ছোঁয়া যোগ করবে।

ভিভো ভি৬০ লাইটের ক্যামেরা প্রযুক্তি এখন আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল কিন্তু নরম ও প্রাকৃতিক আলো প্রদানে সক্ষম। এতে বন্ধুদের সঙ্গে অ্যাডভেঞ্চার, রাতের আড্ডা কিংবা নিয়ন আলোয় হাঁটার মতো মুহূর্তগুলো খুব সহজেই সুন্দর ও স্মরণীয় করে ধরা সম্ভব হবে। ভিভোর প্রফেশনাল এআই ইমেজ স্টুডিও স্বয়ংক্রিয়ভাবে ছবির গুণগত মান বাড়িয়ে তুলবে, যাতে আলাদা করে সময় নিয়ে এডিটিংয়ের প্রয়োজন পড়ে না।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের সময়সূচি প্রকাশ

নতুন এআই ফোর-সিজন পোর্ট্রেট ফিচার ব্যবহার করে ছবি তোলার পর মুহূর্তেই বিভিন্ন ঋতুর পরিবেশ যেমন শরতের রঙিন পাতা, শীতের কুয়াশা, বসন্তের ফুল কিংবা গ্রীষ্মের উজ্জ্বল আকাশ যোগ করা যাবে। এছাড়া, ভিভো ভি৬০ লাইটে রয়েছে এআই ইরেজ ৩.০ প্রযুক্তি, যা ছবির অপ্রয়োজনীয় অবজেক্ট বা লোকজন সহজেই সরিয়ে দেবে এক টাচে, পেশাদার মানের ছবি তৈরি করে।

ডিজাইনের দিক থেকে ভিভো ভি৬০ লাইট অত্যন্ত হালকা ও স্লিম, মাত্র ৭.৫৯ মিমি পুরুত্বের সঙ্গে মিনিমালিস্টিক ক্যামেরা মডিউল। এতে ফ্ল্যাট স্ক্রিন এবং ফ্ল্যাগশিপ লুক পাওয়া যাবে। দুটি রঙে—টাইটানিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক—উপলব্ধ এই ফোনটি ভ্রমণপ্রিয়দের জন্য আদর্শ সঙ্গী হিসেবে দাঁড়াবে।

প্রো-গ্রেড ছবি, স্মার্ট এআই ক্ষমতা ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে, ভিভো ভি৬০ লাইট তৈরি হবে প্রতিটি ভ্রমণপ্রিয় ও স্মৃতিচারণ প্রিয় ব্যক্তির জন্য সেরা সঙ্গী।