২৩ জুন ২০২২, ২০:৩২

বন্যা কবলিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য চায় সরকার

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

দেশের বন্যা কবলিত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার। নির্ধারিত ছকে তথ্য দিয়ে সেটি ইমেইলের মাধ্যমে পাঠাতে বলা হয়েছে।

গতকাল বুধবা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: করোনা: শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক পরার নির্দেশ

চিঠিতে বলা হয়েছে, ‘‘বর্তমানে বর্ষার অতিবৃষ্টির কারণে উজান থেকে পানি নেমে আসায় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। এমতাবস্থায় তাঁর আওতাধীন জেলা/উপজেলায় কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত এবং কতজন শিক্ষার্থী বন্যা কবলিত রয়েছে তার তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর ই-মেইল director.mew@gmail.com – এ (সংশ্লিষ্ট অঞ্চলের আওতাধীন উপজেলা ও জেলার সকল তথ্য একত্রিত করে কলেজ পর্যায়ের তথ্য আঞ্চলিক পরিচালক এবং স্কুল পর্যায়ের তথ্য আঞ্চলিক উপ-পরিচালক, মাধ্যমিক এর ই-মেইল হতে) প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’

চিঠিতে আরও বলা হয়েছে, বিচ্ছিন্নভাবে কোন শিক্ষা প্রতিষ্ঠান/ উপজেলা বা জেলা হতে তথ্য প্রেরণ গ্রহণযোগ্য নয়।