এসএসসি পরীক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ

মাউশি
মাউশি  © ফাইল ফটো

২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। সোমবার (২১ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

মাউশি পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল আহমেদ স্বাক্ষরিত এ্যাসাইনমেন্ট নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। এই অবস্থায় ২০২১ সালে দশম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে ছাত্র-ছাত্রীদের শিখন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখতে ও ধারাবাহিক মূল্যায়নের জন্য এনসিটিবি কৃর্তৃক বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনাসহ (রুবিক্সসহ) এ্যাসাইনমেন্ট প্রণয়ন করা হয়েছে।

এ্যাসাইনমেন্ট দেখাতে এখানে ক্লিক করুন