২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ জুন ২০২১, ০২:৩৮ PM , আপডেট: ১৫ জুন ২০২১, ০২:৩৮ PM
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (১৪ জুন) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার সেটি ওয়েবসাইটে আপলোড করেছে মাউশি।
মাউশি পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের ১৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে বিভিন্ন মাধ্যমে পাঠদান অব্যাহত রাখা হয়েছে।
এ্যাসাইনমেন্ট ও নির্দেশনা দেখতে এখানে ক্লিক করুন
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় গত বছর থেকে মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত এ্যাসাইনমেন্ট চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটি) সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে। সেই সিলেবাসের আলোকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রথম সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো।