স্কুলে কৃমির ওষুধ পাবে ১২-১৬ বছর বয়সী সব শিশু

১৬ এপ্রিল ২০২৪, ১০:৫৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৮ PM

© প্রতীকী ছবি

আগামী ২৮ এপ্রিল থেকে বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত ১২ থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়াবে সরকার। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালনের অংশ হিসেবে প্রথম ধাপে আগামী ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চট্টগ্রাম, রংপুর, খুলনা ও ময়মনসিংহ বিভাগে এবং দ্বিতীয় ধাপে ১৫ থেকে ২১ মে পর্যন্ত ঢাকা, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।

গত ১৯ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত টেকনিক্যাল কমিটির সভায় ২৯তম ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত হয়। এরপর গত ২৭ মার্চ মাউশি মহাপরিচালককে কার্যক্রমটি পালনের নির্দেশনা দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীসহ ১২ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভূত যেমন- পথশিশু, কর্মজীবী শিশু, বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীসহ সব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত করে এক ডোজ কৃমিনাশক ওষুধ (মেবেন্ডাজোল ৫০০ মিলিগ্রাম) খাওয়ানো হবে।

‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ পালনের জন্য জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিজ নিজ ক্লাস্টারের স্কুলে কার্যক্রমটি সুষ্ঠুভাবে প্রতিপালনে নিবিড়ভাবে তত্ত্বাবধান করতে বলা হয়েছে। এছাড়া শিক্ষকদের এ কর্মসূচিতে সম্পৃক্ত হতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

৬ গোলের ম্যাচে বার্সেলোনার রোমাঞ্চকর জয়
  • ২২ জানুয়ারি ২০২৬
রুয়েট ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ১৪ ভর্তিচ্ছু
  • ২২ জানুয়ারি ২০২৬
সাবজেক্ট অনুযায়ী নিবন্ধন পরীক্ষা নেওয়ার সুপারিশ মাদ্রাসা ডি…
  • ২২ জানুয়ারি ২০২৬
এক সপ্তাহের মধ্যে সব নির্বাচন কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহের নির…
  • ২২ জানুয়ারি ২০২৬
নন-এমপিও শিক্ষকদের সনদ যাচাইয়ের মাধ্যমে এমপিওভুক্তির উদ্যোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু হলো নির্বাচনী প্রচারণা, মানতে হবে যেসব নির্দেশ…
  • ২২ জানুয়ারি ২০২৬