কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের কপাল পুড়ছে

লোগো
লোগো  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা বদলির সুযোগ পাচ্ছেন না। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগের সুপারিশ পাওয়া শিক্ষকরাই কেবল বদলির সুযোগ পাবেন। আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় কর্মশালায় বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।

রবিবার (২৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

মাউশির কর্মকর্তারা বলছেন, বেসরকারি শিক্ষকদের বদলি বাস্তবায়ন করতে হাইকোর্টের একটি রায় রয়েছে। মূলত সরকার এই রায় বাস্তবায়ন করছে। হাইকোর্টের রায়ে এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্তদের বদলি নীতিমালায় অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সেভাবেই বদলি নীতিমালার খসড়া তৈরি করা হচ্ছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির মাধ্যমিক শাখার এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘২০১৫ সালের পর থেকে যারা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ পেয়েছেন কেবল তাদেরকেই বদলির সুযোগ দেওয়া হবে। কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা বদলির সুযোগ পাবেন না। খসড়াটি এভাবেই তৈরি করা হয়েছে। তবে এই খসড়া চূড়ান্ত নয়। কর্মশালায় সকলের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এনটিআরসিএ নিবন্ধন সনদ দিচ্ছে ২০০৫ সাল থেকে। তখন যারা নিয়োগ পেয়েছে তারা নিজেদের পছন্দ অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরির সুযোগ দিয়েছেন। নিজে গিয়ে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন। কাজেই তাদের বদলির প্রয়োজন নেই বলেই সংশ্লিষ্টদের মনে হয়েছে। সেজন্য কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বদলির সুযোগ দিতে চান না সংশ্লিষ্টরা। কেবল এনটিআরসিএ’র মাধ্যমে নিয়োগপ্রাপ্তরাই বদলির সুযোগ পেতে পারেন।’

জানা গেছে, গত বছরের ২২ অক্টোবর বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে প্রথম কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়। এই প্রস্তাবনা নিয়ে আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় কর্মশালা আয়োজন করা হয়েছে। কর্মশালায় বদলি নিয়ে তৈরি করা খসড়া নীতিমালা তুলে ধরা হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (বেসরকারি মাধ্যমিক-৩) মোহাম্মদ তৌহিদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আগামী ৩০ জানুয়ারি আমাদের একটি কর্মশালা রয়েছে। বদলি কবে চালু হতে পারে তা এই কর্মশালার পর বোঝা যাবে।’ 


সর্বশেষ সংবাদ