প্রশিক্ষণ না পাওয়া শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ

শ্রেণিকক্ষে শিক্ষক
শ্রেণিকক্ষে শিক্ষক  © ফাইল ছবি

নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণ থেকে বাদপড়া কিংবা প্রশিক্ষণে অনুপস্থিত থাকা শিক্ষকদের তথ্য পাঠানোর সমসসীমা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। ইআইআইএনধারী শিক্ষাপ্রতিষ্ঠানের যে সকল শিক্ষক প্রশিক্ষণ পাননি তাদের তথ্য পাঠানোর নির্দেশনা দিয়েছিল ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম।

জানা গেছে, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদান চলবে। এজন্য প্রথম পর্যায়ে ৪৭৪টি উপজেলার ইআইআইএনধারী স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে অনেকেই সেই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন না। প্রশিক্ষণ থেকে বাপড়া শিক্ষকদের তথ্য আজ বৃহস্পতিবারের (১৮ জানুয়ারি) মধ্যে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় অনুপস্থিত শিক্ষকদের তালিকায় যেনো কোচিং সংশ্লিষ্ট কোনো শিক্ষক অন্তর্ভুক্ত না হতে পারেন সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ