প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার নির্দেশ মাউশির

  © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপনের জন্য দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। তিনটি ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ–সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উদ্‌যাপনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো কর্মসূচি পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন নিয়ে সুবিধাজনক সময়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে তা 28septemberdshe@gmail.com-এ ২৭ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে।

আরও পড়ুন: ইউজিসির প্রতিক্রিয়ার আবারও পাল্টা জবাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের

‘ক’ বিভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির জন্য; চিত্রাঙ্কনের বিষয়: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছ। ‘খ’ বিভাগে ৯ম থেকে ১০ম শ্রেণির জন্য; চিত্রাঙ্কনের বিষয়: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন। ‘গ’ বিভাগে একাদশ থেকে দ্বাদশ শ্রেণির জন্য; চিত্রাঙ্কনের বিষয়: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ