শিক্ষার্থীদের ঘর পরিষ্কারের ‘হোমওয়ার্ক’ আসছে

বিভিন্ন স্থান পরিষ্কার করছেন ক্ষুদে শিক্ষার্থীরা
বিভিন্ন স্থান পরিষ্কার করছেন ক্ষুদে শিক্ষার্থীরা  © ফাইল ফটো

ডেঙ্গু রোধে শিক্ষার্থীদের ‘হোম ওয়ার্ক’ হিসেবে বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কিছু নির্দেশনা দিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দ্রুতই সেগুলো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, গত রোববার বাংলাদেশ শিক্ষাততথ্য ও পরিসংখ্যান ব্যুরোর কার্যালয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদকে বিদ্যালয়ের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদের ঘরবাড়ি পরিষ্কার রাখার নির্দেশনা দিতে বলেন। সে অনুযায়ী দ্রুতই নির্দেশনা পাঠাবে মাউশি।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, স্কুলের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সেটা (পরিষ্কার কর্মসূচি) করবে। কিন্তু শুধুমাত্র স্কুলে সতর্ক থেকে লাভ নেই। শিক্ষার্থীরা যেন নিজেদের বাসাতেও এ চর্চা করে, সেজন্য আমরা তাদের বিষয়টি হোম ওয়ার্ক আকারে দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ